শ্রীকৃষ্ণ, শ্রীমতি রুক্মিনীদেবী এবং প্রদ্যুম্ন।
হিমালয় পর্বতের পার্শ্বে ১২ বছর কঠোর তপস্যা করেন শ্রীকৃষ্ণ এবং তাঁহার সমান তপস্যা করেন শ্রীমতি রুক্মিণী দেবী, তাঁহাদের ব্রহ্মচর্য পালনের অর্জিত গুণে তাঁহাদের ঘর আলো করে এল সনৎকুমারের ন্যায় তেজস্বী পুত্র শ্রী প্রদ্যুম্ন।
মহাভারত- সৌপ্তিকপর্ব ১২/৩০-৩১
প্রচারেঃ- আর্যপুত্র।
Comments
Post a Comment