পর পুরুষ ও স্ত্রীর সাথে এবং অবিবাহিত পুরুষ ও স্ত্রীর সাথে ব্যভিচার অর্থাৎ সহবাস করা ঘোর অধর্ম।
তাই পবিত্র বেদে ব্রহ্মচর্য পালনের পর বিবাহ করে স্বামী-স্ত্রী পরস্পরের সম্মতিতে ঋতুগামী হওয়ার আদেশ রয়েছে।
হে স্ত্রী-পুরুষ! তুমি বিবাহ করিয়া স্ত্রী-পুরুষ পরস্পরের সম্মতিতে গমন করিবে।
🔷 যেভাবে রাত্রিতে নক্ষত্র জগৎ চন্দ্রের সাথে এবং প্রাণ শরীরের সাথে আচরণ করে। সেভাবে বিবাহ করে স্ত্রী ও পুরুষ একসংগে বার্ত্তা কর। (ঋগ্বেদ- ১|৫০|২)
🔷 সেই পরমাত্মার আজ্ঞা দ্বারা পরস্ত্রীর সহিত পুরুষ এবং পরপুরুষের সহিত স্ত্রী, ব্যভিচারকে ত্যাগ করিয়া বিবাহিত গৃহে নিজ-নিজ স্ত্রী এবং নিজ-নিজ স্বামীর সহিত ঋতুগামী হইবে। (ঋগ্বেদ- ১|৫০|৩)
তরুণ-তরুণীদের জন্য যাহারা ইন্দ্রিয় কামি হয়ে এই ব্যভিচারের কামনা করে, তারা যেন এই জ্ঞান অর্জন করে ধর্ম অনুসরণ করে।
বর্তমানে ধর্ম জ্ঞান না থাকায় অনেক মানুষই এই ব্যভিচারে লিপ্ত হচ্ছে।
আসুন আমরা সবাই আদর্শ ও ধর্মপরায়ণ সমাজ সৃষ্টি করি।
প্রচারেঃ- আর্যপুত্র।
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ||
Comments
Post a Comment