Posts

বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন ২০২৪_৮_৫

Image
  https://youtu.be/lAlu6YTAUBs?si=yJnE4uZlRFxGyKgz https://youtu.be/T05FVrB0cDA?si=SnHv1RidY8sttVxD ঈশ্বর প্রতিটি কর্মের ফল প্রদান করেন।

নারীদের যজ্ঞোপবীদ রয়েছে।

Image
  যজ্ঞোপবীতমার্গেণ ছিন্না তেন তপস্বিনী । সা পৃথিব্যাং পৃথুশ্রোণী পপাত প্রিয়দর্শনা ।।  (বাল্মীকি_রামায়ণ - যুদ্ধকাণ্ড, ৮১/৩০) --যজ্ঞোপবীত ধারণের যে স্থান সেই স্থান দিয়ে তাকে কেটে ফেললে সেই রূপবতী, তপস্বিনী, গুরুনিতম্বিনী প্রিয়দর্শনা, তপস্বিনী ভূমিতে পতিত হলেন। নথিপত্র -- গীতাপ্রেস প্রচারেঃ- আর্যপুত্র। ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।।

পরমাত্মা আত্মার মিত্র।

Image
  ত্বং নো বৃত্রহন্তমেন্দ্রস্যেন্দো শিবঃ সখা । ঋগ্বেদ- ১০/২৫/৯ হে পাপ বিনাশক, আনন্দরসপূর্ণ পরমাত্মা! তুমি আমাদের আত্মার কল্যাণ সাধক মিত্র। প্রচারেঃ- আর্যপুত্র। ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।।

আমাদের বাণী মধুর হউক, আমরা জেনকান দিয়ে মধুর বাণী শ্রবণ করি।

Image
  ওষ্ঠাবিব মধ্বাস্নে বদন্তা স্তনাবিব পিপ্যতং জীবসে নঃ । নাসেব নস্তন্বো রক্ষিতারা কর্ণাবিব সুক্ষুতা ভূতমস্মে ।। ঋগ্বেদ- ২/৩৯/৬ ভাবার্থঃ- যেই অধ্যাপক জিহ্বা দ্বারা রসের সমান, স্তন দ্বারা দুধের সমান, নাসিকা দ্বারা গন্ধকের তুল্য, কান দ্বারা শব্দের সমান সমস্ত বিদ্যাগুলোকে প্রত্যক্ষ করে, সেই জগৎপূজ্য হয়। প্রচারেঃ- আর্যপুত্র।

জ্ঞানে মুক্তি, অজ্ঞানে নয়।

Image
  জ্ঞানান্মুক্তিঃ ।। বন্ধো বিপর্য্যয়াৎ ।। সাংখ্য_দর্শন- ৩/২৩-২৪ জ্ঞানেই মুক্তি, জ্ঞানের অভাবই বন্ধনের কারণ। প্রচারেঃ- আর্যপুত্র।

আমি যেন রাজ্যের জন্য সর্বোত্তম হই।

Image
  ময়ি ক্ষত্রং পর্ণমণে ময়ি ধারয়তাদ্রয়িম্ । অহং রাষ্টস্যাভীবর্গে নিজো ভূয়াসমুত্তমঃ ।। অথর্ববেদ- ৩/৫/২ --হে পালন কারীর মধ্যে প্রশংসনীয়! তুমি আমার মধ্যে বল [শক্তি] এবং আমাতেই সম্পত্তি স্থাপিত করো। আমি রাজ্যের মণ্ডলে নিজেই উত্তম হয়ে থাকি। প্রচারেঃ- আর্যপুত্র।

শ্রীকৃষ্ণ, শ্রীমতি রুক্মিনীদেবী এবং প্রদ্যুম্ন।

Image
হিমালয় পর্বতের পার্শ্বে ১২ বছর কঠোর তপস্যা করেন শ্রীকৃষ্ণ এবং তাঁহার সমান তপস্যা করেন শ্রীমতি রুক্মিণী দেবী, তাঁহাদের ব্রহ্মচর্য পালনের অর্জিত গুণে তাঁহাদের ঘর আলো করে এল সনৎকুমারের ন্যায় তেজস্বী পুত্র শ্রী প্রদ্যুম্ন। মহাভারত- সৌপ্তিকপর্ব ১২/৩০-৩১ প্রচারেঃ- আর্যপুত্র।

রাজ্যকে উন্নত করো।

Image
  দিবং চ রোহ পৃথিবীং চ রোহ রাষ্ট্রং চ রোহ দ্রবিণং চ রোহ । প্রজাং চ রোহামৃতং চ রোহ রোহিতেন তন্বং সং স্পৃশস্ব ।। অথর্ববেদ- ১৩/১/৩৪ [হে রাজন্] ব্যবহার কে নিশ্চয় করে প্রকট করো এবং পৃথিবী [এর বিদ্যা] কে প্রকট করো এবং রাজ্যকে প্রকট [উন্নত] করো এবং ধন কে প্রকট [প্রাপ্ত] করো। এবং প্রজা [পুত্র-পৌত্র রাজ্য জন] কে প্রকট করো এবং অমরপন [পুরুষার্থ] কে প্রকট করো, সকলের উৎপন্ন কারী [পরমেশ্বরের] সাথে নিজের বিস্তার কে সংযুক্ত করো। প্রচারেঃ- আর্যপুত্র।

বেদ না পাঠ করলে শূদ্রতা প্রাপ্ত হয়।

Image
 প্রচারেঃ- আর্যপুত্র।